Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১২:১৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৪:২৬

শামীমা নাসরিন ও মোহাম্মদ রাসেল।

ঢাকা: ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে আবারও গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্ট রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডিবির একটি দল তাদের গ্রেফতার করেছে বলে জানতে পেরেছি।

ডিবি জানিয়েছে, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় শামীমা নাসরিন এবং মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে কেবল ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।

বিজ্ঞাপন

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের দুজনের বিরুদ্ধে ৩৯১টি ওয়ারেন্টের তথ্য রয়েছে।

এর আগে, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করেছিল পুলিশ। এরপর শামীমা ২০২২ সালের এপ্রিলে এবং রাসেল ডিসেম্বরে জামিনে মুক্তি পান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর