Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেপ্টেম্বরে ঢাকা এসেছিল আকায়েদ, স্ত্রীকে দেয় জঙ্গি লিফলেট


১৩ ডিসেম্বর ২০১৭ ১২:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৫:৪৩

নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে আকায়েদ উল্লাহ: ছবি- ইন্টারনেট থেকে

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: নিউইয়র্কের ম্যানহাটানে হামলাকারী বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছিল। এসময় সে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীমউদ্দিন রাহমানীর একটি লিফলেট  তার স্ত্রীকে পড়তে দিয়েছিল।

এ কথা জানিয়েছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আকায়েদের স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে জিজ্ঞাসাবাদে এ কথা জানা গেছে বলে বুধবার সকালে সাংবাদিকদের জানান মনিরুল।

তিনি বলেন, আকায়েদের সঙ্গে কোনো জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ এখনো পাওয়া যায়নি।

এ দিকে আকায়েদ উল্লাহর শ্বশুর, শাশুড়ি ও শ্যালককেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এমএইচটি

সেপ্টেম্বরে ঢাকা এসেছিল আকায়েদ