Tuesday 26 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সাময়িক বহিষ্কার

জবি করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৫ ১৯:০৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৫ ২০:২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুন। ছবি কোলাজ: সারাবাংলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনকে নানা অভিযোগের কারণে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শিক্ষার্থীদের একটি ক্লাস নিয়ে দুইটি ক্লাসের উপস্থিতি প্রদান, ধারাবাহিক মূল্যায়ন নম্বর দেওয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ও শৈথিল্য প্রদর্শন, বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার দফতর ও উপাচার্য দফতরের কর্মকর্তাদের হুমকি দেওয়া এবং অশালীন ভাষা ব্যবহার ও কটূক্তিসহ অসদাচরণ ও নৈতিক স্খলনের অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়, এ ধরনের আচরণ ও কার্যকলাপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ৪৪(৬) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) বিধির আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো এবং আজ থেকে এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

সারাবাংলা/এমপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ড. ফেরদৌসী খাতুন বাংলা বিভাগ সহযোগী অধ্যাপক সাময়িক বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর