Thursday 28 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২৮ আগস্ট ২০২৫ ১৭:৫৪

বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জবির শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন স্থান ঘুরে ভাস্কর্য চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “শিক্ষার্থীদের ওপর পুলিশি দমন-পীড়ন দেশের জন্য অশনিসংকেত। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের দমননীতি বন্ধ করতে হবে এবং শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার করতে হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সেক্রেটারি হাসান মাহদী বলেন, “আজকে জুলাই আন্দোলনের এক বছর পরও আমাদের পুলিশি রাষ্ট্র নিয়ে কথা বলতে হয়। ছাত্র-জনতা রক্ত দিয়ে জুলাই-আগস্টে ইন্টেরিম সরকারকে ক্ষমতায় বসিয়েছে। তারা ছাত্রদের রক্তের ওপর বসে আছে।”

বিজ্ঞাপন

শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম ৫ আগস্টের পর শিক্ষার্থীদের আর রক্ত ঝরাতে হবে না। কিন্তু দেখা যাচ্ছে শিক্ষার্থীদের রক্ত না ঝরলে সরকারের ঘুম ভাঙে না।’

ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ.কে.এম. রাকিব বলেন, “বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার আমরা তীব্র নিন্দা জানাই। যে কারণে জুলাই আন্দোলন হয়েছিল, সেই রক্তের ওপর বর্তমান সরকার দাঁড়িয়ে আছে। অথচ শিক্ষাব্যবস্থার সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি।”

উল্লেখ্য, বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাওয়ার সময় পুলিশের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। পরে লাঠিপেটায় বুয়েটের বহু শিক্ষার্থী আহত হন।

সারাবাংলা/এমপি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাহবাগ হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর