ঢাকা: গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও এইচএসসি ও সমমানের পরীক্ষায় সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশ করা হয়েছে। এ বছর থেকে পরীক্ষক, প্রধান পরীক্ষক ও নিরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের সম্মানী বৃদ্ধি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একযোগে দেশের ১১টি শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। রাজধানী ঢাকায় এক লিখিত বক্তব্যে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন।
প্রফেসর খন্দোকার এহসানুল কবির বলেন, ‘বিগত বছরসমূহের ন্যায় এবারও পরীক্ষার ফল সম্পূর্ণ পেপারলেসভাবে প্রকাশিত হচ্ছে। পরীক্ষার্থীরা সরাসরি মোবাইল ফোন, ইমেইল ও ওয়েবসাইটের মাধ্যমে ফল পেতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।’
তিনি আরও জানান, যেসব পরীক্ষক ও প্রধান পরীক্ষকের উত্তরপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে, তাদেরকে বোর্ডের সব ধরণের মূল্যায়ন কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ বছর থেকে পরীক্ষক, প্রধান পরীক্ষক এবং নিরীক্ষকদের উত্তরপত্র মূল্যায়নের সম্মানী বৃদ্ধি করা হয়েছে।
প্রফেসর খন্দোকার এহসানুল কবির বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য ব্যবস্থা নিয়েছেন। তিনি বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধী ও হাত নেই এমন পরীক্ষার্থীরা স্ক্রাইব (শ্রুতি লেখক) সহ পরীক্ষা দিয়েছেন। এছাড়া শ্রবণ প্রতিবন্ধী ও অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি আক্রান্ত পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ১০ শতাংশ সময় বৃদ্ধিসহ শিক্ষক/অভিভাবক/সহায়কের সহায়তায় পরীক্ষা নেওয়া হয়েছে।’