ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর)।
পুনঃনিরীক্ষণের আবেদন গত শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে; এসএমএস বা সরাসরি শিক্ষা বোর্ড/মন্ত্রণালয়ে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন করা যাবে এই ওয়েবসাইটে ।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের নিয়ম রয়েছে। তাই ১৬ নভেম্বরের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। যেসব পরীক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তাদের মোবাইল ফোনে এসএমএসে জানানো হবে এবং সংশোধিত ফলাফল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশিত হবে।