ঢাকা: জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
বুধবার (৫ নভেম্বর) ‘সোশ্যাল ইমোশনাল ওয়েলবিং অব ইউনিভার্সিটি স্টুডেন্টস’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তোমরা বড় যোদ্ধা, দেশের পরিবর্তনকারী। জাতি তোমাদের সম্মান করে, তাই আন্দোলনের সাফল্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সজাগ থাকতে হবে।’
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রফেসর ড. মাছুমা হাবিব এবং প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
প্রফেসর ফায়েজ জানান, জুলাই আন্দোলনের ট্রমা থেকে শিক্ষার্থীদের বের হওয়ার জন্য সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সহায়ক হবে। ইউজিসি শীঘ্রই এই বিষয়ে একটি সেমিনার আয়োজন করবে।
প্রফেসর আনোয়ার হোসেন বলেন, আন্দোলনে ১৪০০ জন শহিদ এবং প্রায় ২০ হাজার শিক্ষার্থী আহত হয়েছেন। আন্দোলনের পরে শিক্ষার্থীরা নানা ধরনের মানসিক ট্রমার মধ্যে রয়েছেন। ইউজিসি এই ট্রমা কমাতে এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করেছে।
কর্মশালায় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলনের ফলেই বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, হল ও ক্লাসে সমস্যা নেই, এবং র্যাগিংয়ের ঘটনাও কমেছে। তারা ইউজিসির হস্তক্ষেপে শিক্ষায় স্বচ্ছতা ও মেধা প্রাধ্যায়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায় বন্ধ করারও দাবি জানান।
উল্লেখ্য, ইউনেস্কোর সহায়তায় ইউজিসি এই নভেম্বর থেকে ২২টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা প্রদান করবে।