ঢাকা: দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা শূন্যের কোটায় নামিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত কর্মশালা ‘ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা অবসানে চ্যালেঞ্জ ও উত্তরণ’ –এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কর্মশালাটি আয়োজন করে ইউজিসি ও ইউএন উইমেন।
ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মাছুমা হাবিব বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনে নারীদের প্রাধান্য দিতে হবে। নিরাপদ ক্যাম্পাস গঠন ও এসব কমিটির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় ‘হোল অব স্কুল এপ্রোচ’ একটি আদর্শ মডেল হতে পারে।’
বিশেষ অতিথি প্রফেসর আইয়ুব ইসলাম বলেন, ‘উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক নীতিমালা প্রণয়ন এবং আচরণ ও মনোভাব পরিবর্তন জরুরি। ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা বৃদ্ধিতে এ বিষয়ে কাজ করছে।’
সভাপতির বক্তব্যে জেসমিন পারভিন জানান, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ইউএন উইমেনের কারিগরি সহায়তায় তিন বছর মেয়াদি একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ শিক্ষা ও কর্মপরিবেশ, দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালীকরণের উদ্যোগ নেওয়া হবে।
কর্মশালায় দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির প্রধান, আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। উন্মুক্ত আলোচনায় তারা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ, সিন্ডিকেট সভায় অনুমোদনের মাধ্যমে প্রতিরোধ সেল গঠন, সেলের জন্য দপ্তর, বাজেট ও জনবল বরাদ্দ, ওয়েবসাইটে কার্যক্রম দৃশ্যমান করা, জেন্ডার সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্য সুরক্ষা কমিটি গঠনের প্রস্তাব দেন।
অনুষ্ঠানে ইউএন উইমেনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর শ্রবণা দত্ত এবং প্রোগ্রাম অ্যানালিস্ট তোসিবা কাশেম ক্যাম্পাসে যৌন হয়রানি ও জেন্ডারভিত্তিক সহিংসতা রোধে ‘হোল অব স্কুল এপ্রোচ’ নিয়ে সেশন পরিচালনা করেন।