ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন ফলজ ও বনজ গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েস।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর ও ঝাল চত্বরসংলগ্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটির সদস্যরা।
কর্মসূচিতে গ্রিন ভয়েসের সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানা মুরাদ, সাংগঠনিক সম্পাদক তনিমা খাতুন ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন গাছ থেকে পেরেক, লোহার তার, বিজ্ঞাপনের ব্যানার ও বিভিন্ন ফেস্টুন অপসারণ করেন।
কর্মসূচি নিয়ে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, ‘আমরা ভুলে যাই গাছেরও জীবন আছে। পেরেক বা তারকাটা ঢোকানোর ফলে গাছের ছাল ও ভেতরের টিস্যু কেটে যায়। মানুষের শরীরে যেমন ক্ষতের সৃষ্টি হয় গাছেরও ঠিক এমনটিই হয়। ওই ক্ষত জায়গা দিয়ে ছত্রাক, ব্যাকটেরিয়া ও পোকা সহজে ঢুকে গাছকে ধীরে ধীরে অসুস্থ করে তোলে।’
তিনি আরও বলেন, ‘গাছের ভেতরের নালীগুলো যেগুলো দিয়ে পানি ও খাদ্য চলে সেগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে গাছ দুর্বল হয়ে যায়। পেরেক মারা হলে গাছের বৃদ্ধি কমে যায়, পাতা ঝরে পড়ে এবং একসময় গাছ মারা যেতে পারে। গাছের গায়ে ব্যানার, পোস্টার, পেরেক থাকলে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়।’
কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয় স্টেট অফিসের সঙ্গে কথা বলে অনতিবিলম্বে ক্যাম্পাসের ভেতরে গাছে পেরেক মেরে ব্যানার ও পোস্টার লাগানো নিষিদ্ধ করতে বলে সংগঠনটির সদস্যরা।