Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গানের সুরে শীতার্ত মানুষের পাশে ঢাবির শিক্ষার্থীরা

ঢাবি করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৬ ১৩:১৬

গানকে মাধ্যম করে তারা শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করছেন ঢাবির শিক্ষার্থীরা।

ঢাবি: হাড়কাঁপানো শীতে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। গানকে মাধ্যম করে তারা শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা লানজু খান সারাবাংলাকে এ তথ্য জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এই শিক্ষার্থী বলেন, ‘যাত্রা: গানের সুরে ছড়াই উষ্ণতা’ শিরোনামে এ কার্যক্রম শুরু করা হয়েছে। মুহসীন হল থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে শীতবস্ত্র ও তহবিল সংগ্রহ করা হবে।

উদ্যোগের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘উত্তরের জনপদগুলো এখন তীব্র শীতে বিপর্যস্ত। হাসপাতালগুলোতে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড় বাড়ছে, বাড়ছে মৃত্যুও। মাত্র তিন দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই প্রাণ হারিয়েছেন ১০৩ জন। আমরা গান করি তাই আমাদের সংগ্রামের মাধ্যম হিসেবেও গানকেই বেছে নিয়েছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয় প্রতিটি আন্দোলন, দুর্যোগ কিংবা মানবিক সংকটে গান ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা সবসময়ই সামনে থেকে ভূমিকা রেখেছেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, ’৫২–এর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক জুলাই অভ্যুত্থান সব ক্ষেত্রেই গানের অবদান অনস্বীকার্য। এমনকি ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময়েও আমরা গান গেয়ে তহবিল সংগ্রহ করেছি।”

আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে শুধু শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো নয়, গান ও গানের মানুষদের নিয়ে সমাজে তৈরি হওয়া কিছু ভ্রান্ত ধারণা দূর করাও তাদের লক্ষ্য। তারা আশা করেন, এ কার্যক্রম মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে কর্ণফুলী গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১৩:০৮

চাকরি দিচ্ছে সজীব গ্রুপ
১৩ জানুয়ারি ২০২৬ ১২:৩০

আরো

সম্পর্কিত খবর