Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিতে এআই ও ইংলিশবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২১:২৯

জবিতে এআই ও ইংলিশবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ ‘মেধাবী’ (MEDHABI)-এর উদ্যোগে এআই ও ইংরেজিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘স্কেল আপ ইউর গ্রোথ উইথ এআই ও ইংলিশ’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালার প্রথম সেশনে শিক্ষার্থীদের দৈনন্দিন কাজ ও ক্যারিয়ার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার, প্রয়োজনীয় এআই টুলস এবং ইংরেজিতে নেটিভ লেভেলে কথা বলার জন্য প্রয়োজনীয় কী স্কিলস ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সেশনে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের হেড অব একাডেমিকস মো. কামরুল হাসান এবং সিনিয়র ইনস্ট্রাক্টর ফরিদ উদ্দিন খান।

একই আয়োজনে দ্বিতীয় সেশনে ‘এআই ও বিজনেস ইনকিউবেশন’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেশনে ‘এআই ও বিজনেস ইনকিউবেশন’ শীর্ষক প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫০টিরও অধিক দলের মধ্য থেকে নির্বাচিত সেরা ছয়টি দল ফাইনাল রাউন্ডে তাদের এআই-ভিত্তিক ব্যবসায়িক ধারণা উপস্থাপন করবে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “জবি শিক্ষার্থীদের অন্যতম প্রধান সমস্যা আবাসন। সরকারি পর্যায়ে নানা জটিলতা ও সময়ক্ষেপণের কারণে এ সমস্যার সমাধান কঠিন হয়ে উঠেছে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের শিক্ষামূলক উদ্যোগ ‘মেধাবী’ প্রকল্পের মাধ্যমে গত এক বছর ধরে শিক্ষার্থীরা যে আবাসন সুবিধা পেয়েছে, তা অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। কোনো বিরূপ প্রতিক্রিয়া ছাড়াই শিক্ষার্থীরা থাকা-খাওয়ার পাশাপাশি নিজেদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পেরেছে, যা অত্যন্ত সন্তোষজনক।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জবি ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, ছাত্র হল-১ এর প্রভোস্ট মুহাম্মদ আসাদুজ্জামান সাদী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সাকিবকে ইস্যুতে কী ভাবছে বিসিবি
২৭ জানুয়ারি ২০২৬ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর