Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি’র বি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জবি করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ০৮:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি-ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ বছর বি-ইউনিটের ভর্তি পরীক্ষায় কলা ও আইন অনুষদের ৭৮৫টি আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৮০৮ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী উপস্থিতির হার ছিল ৮৪ দশমিক ৭২ শতাংশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১৩টি কেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বি ইউনিটে (কলা ও আইন অনুষদ) জবিসহ মোট ১৩টি কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্য কেন্দ্রগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়, কে এল জুবলি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা মহানগর মহিলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এ ছাড়াও তিনটি আঞ্চলিক কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে উপাচার্য বলেন, ‘পরিক্ষা খুব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ (২১ তম) ব্যাচের নবীন শিক্ষার্থীদের ক্লাস ১৯ এপ্রিল শুরু হবে। আমরা ২ দিনের ভিতরে বি ইউনিটের ফলাফল প্রকাশ করার চেস্টা করবো।’

তিনি আরোও বলেন, ‘২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছিল ২২ জুন ২০২৫ এবং ২০২৫-২০২৬ সেশনের ক্লাস দুইমাস এগিয়ে এপ্রিলে নিয়ে আসা হয়েছে আগামী বছর এটিকে আরও এগিয়ে নিয়ে এসে সেশন জটের সমস্যাটা নির্মূল করা হবে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে মাদক ব্যবসায়ী আটক
৩১ জানুয়ারি ২০২৬ ১০:৫৩

আরো

সম্পর্কিত খবর