ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তিচ্ছুদের জন্য আবেদনের শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) । আজ দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে এই আবেদন প্রক্রিয়া চলবে।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী,
অনলাইন আবেদন: শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন ফি জমা: আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ থাকবে।
আবেদন লিঙ্ক: www.nu.ac.bd/admissions
ভর্তি পরীক্ষার মানবণ্টন ও নিয়মাবলী: এবারের ভর্তি প্রক্রিয়ায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা শিক্ষার্থীদের জানা জরুরি:
১০০ নম্বরের এমসিকিউ (MCQ) পরীক্ষা: মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা, তিনটি শাখার শিক্ষার্থীদের জন্যই আলাদা আলাদা প্রশ্নপত্রে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সময়: ১০০টি প্রশ্নের উত্তরের জন্য শিক্ষার্থীরা সময় পাবেন মাত্র ১ ঘণ্টা।
নেগেটিভ মার্কিং নেই: পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না, যা পরীক্ষার্থীদের জন্য একটি বড় স্বস্তির খবর।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চূড়ান্ত মেধাতালিকা মোট ২০০ নম্বরের ভিত্তিতে তৈরি করা হবে। এই ২০০ নম্বরকে নিচের তিনটি উৎস থেকে সংগ্রহ করা হবে:
* এসএসসি (SSC) পরীক্ষার ফলাফল (৪০ নম্বর): শিক্ষার্থীর চতুর্থ বিষয়সহ এসএসসি-তে প্রাপ্ত জিপিএ-র (GPA) ৪০ শতাংশ নম্বর এখানে যোগ হবে।
* এইচএসসি (HSC) পরীক্ষার ফলাফল (৬০ নম্বর): শিক্ষার্থীর চতুর্থ বিষয়সহ এইচএসসি-তে প্রাপ্ত জিপিএ-র ৬০ শতাংশ নম্বর যুক্ত হবে।
* ভর্তি পরীক্ষা (১০০ নম্বর): সরাসরি ভর্তি পরীক্ষায় প্রাপ্ত এমসিকিউ (MCQ) নম্বর যোগ করা হবে।
মেধাতালিকা তৈরির ধাপসমূহ:
* মোট স্কোর গণনা: উপরের তিনটি ক্ষেত্র (৪০ + ৬০ + ১০০) থেকে প্রাপ্ত নম্বর যোগ করে মোট ২০০ নম্বরের মধ্যে শিক্ষার্থীর স্কোর নির্ধারণ করা হবে।
* কলেজভিত্তিক তালিকা: প্রতিটি কলেজের জন্য আলাদা আলাদা মেধাতালিকা তৈরি করা হবে।
* বিষয় পছন্দক্রম (Subject Preference): শিক্ষার্থীর প্রাপ্ত স্কোর এবং তার দেওয়া বিষয় পছন্দক্রমের ভিত্তিতে বিষয় বরাদ্দ দেওয়া হবে।
* টাই-ব্রেকিং বা সমতা: যদি একাধিক শিক্ষার্থীর মোট নম্বর সমান হয়, তবে পর্যায়ক্রমে তাদের ভর্তি পরীক্ষার নম্বর এবং এসএসসি/এইচএসসি-র নম্বর ও বয়স বিবেচনা করে স্থান নির্ধারণ করা হবে।
ভর্তি বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে এবং শিক্ষার্থীর বিষয় পছন্দক্রম অনুযায়ী এই মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার সঠিক সময় ও কেন্দ্র তালিকা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।