Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতবারের চেয়ে জিপিএ-৫ কমেছে


৬ মে ২০১৯ ১২:১২

ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গতবারের চেয়ে এবার মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৩৫ জন কমেছে।

শতকরা হিসাবে গতবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ দশমিক ৪৬। এবার সেই হার ৪ দশমিক ৯৬ শতাংশ। শতকরা হিসাবে এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দশমিক ৫০ শতাংশ কম।

উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ফল প্রকাশ করেন।

এবার সারাদেশে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও অন্যান্য দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/একে

আরও পড়ুন

এসএসসিতে পাসের হার ৮২ দশমিক ২০ শতাংশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর