Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইতে লেনদেন ১২শ’ কোটির বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১১ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৭

ঢাকা: একদিনের পতনের পর দেশের পুঁজিবাজারে ফের সূচক ঘুরে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণও বেড়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়।

ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়ে ১ হাজার ২৭৮ কোটি ৬ লাখ টাকায় দাঁড়িয়েছে, যা আগের কার্যদিবসে ছিল ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকা। তবে সিএসইতে লেনদেন কমে দাঁড়িয়েছে ১৪ কোটি ৭৯ লাখ টাকায়, যা আগের কার্যদিবসে ছিল ২৮ কোটি ৯২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের শুরু থেকেই সূচক ইতিবাচক প্রবণতায় ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬২০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ৮.১০ পয়েন্টে (১,২৩৩) এবং ডিএস৩০ সূচক বেড়েছে ৬.৩৪ পয়েন্টে (২,১৯৫)।

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে মোট ৩৯৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২২০টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত ছিল ৪৭টি।

অপরদিকে সিএসইর সিএসসিএক্স সূচক বেড়েছে ৪৪.৪৩ পয়েন্টে (৯,৬৩৬)। সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭৪.৩৫ পয়েন্টে (১৫,৬৮১) এবং শরিয়াহ সূচক বেড়েছে ২.৮৩ পয়েন্টে (৯৮৮)। তবে সিএসই ৩০ সূচক কমেছে ৩.৬৬ পয়েন্টে (১৩,৮৫০)।

এদিন সিএসইতে ২৩৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৪০টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টি।

সারাবাংলা/একে/এমপি

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পুঁজিবাজার সূচক লেনদেন সূচক

বিজ্ঞাপন

এক নজরে এশিয়া কাপ ২০২৫ এর টুকিটাকি
৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩

হাটহাজারী থমথমে, আহত শতাধিক
৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর