Sunday 12 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঁজিবাজারে টানা ৫ কার্যদিবসের পতনে সূচক কমল ২৪৫ পয়েন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ অক্টোবর ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৬:৫২

ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টানা পাঁচ কার্যদিবস ধরে সূচকের পতন অব্যাহত রয়েছে।রোববারের (১২ অক্টোবর) বড় পতনসহ গত পাঁচ কার্যদিবসে ডিএসইএক্স সূচক কমেছে মোট ২৪৫ পয়েন্ট।

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২০২ পয়েন্টে। আগের চার কার্যদিবসে সূচক কমেছিল যথাক্রমে বৃহস্পতিবার ৫৪ পয়েন্ট, বুধবার ৩৯ পয়েন্ট, মঙ্গলবার ৪৭ পয়েন্ট ও সোমবার ২৪ পয়েন্ট।

পাঁচ ব্যাংকের একীভূতকরণ ও নয়টি লিজিং কোম্পানির অবসায়নের খবরে টানা এই পতন দেখা দিয়েছে বলে বাজারসংশ্লিষ্টরা মনে করছেন। এসব প্রতিষ্ঠানে সাধারণ বিনিয়োগকারীদের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ থাকলেও অবসায়নের ফলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর সম্পদ ঋণাত্মকে নেমে গেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

রোববার ডিএসইতে ৫৪২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় ১২ কোটি ৩৭ লাখ টাকা বা ২ শতাংশ বেশি।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৭টির (১১.৮৭%), কমেছে ৩১১টির (৭৮.৫৪%) এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির (৯.৬০%)।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১০ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। সেখানে ১৯৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক (CASPI) ২০০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪৮ পয়েন্টে।

এর আগের কার্যদিবসে সিএসইতে ২২ কোটি ৬১ লাখ টাকার লেনদেন হয়েছিল এবং সূচক কমেছিল ৯৯ পয়েন্ট।

সারাবাংলা/একে/এমপি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পুঁজিবাজার সূচক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর