Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী করদাতাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সহজ হলো

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৫ ১০:৩৯ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১২:৪৩

ঢাকা: বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল আরও সহজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এখন থেকে মোবাইলে নয়, ই-মেইলে পাঠানো হবে তাদের ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি)।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের বিশেষ আদেশ অনুযায়ী এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্যান্য ব্যক্তি শ্রেণির করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে অব্যাহতিপ্রাপ্ত করদাতারাও ইচ্ছা করলে অনলাইনেই রিটার্ন দাখিল করতে পারবেন।

বিজ্ঞাপন

এনবিআর জানায়, অনলাইন রিটার্ন দাখিল প্রক্রিয়া এখন আরও সহজ ও ঝামেলামুক্ত। করদাতারা তাৎক্ষণিকভাবে ই-রিটার্নের স্বীকৃতি (acknowledgement slip) ও প্রয়োজনীয় তথ্যসহ আয়কর সনদ প্রিন্ট করতে পারবেন।

বিদেশে অবস্থানরত করদাতাদের ক্ষেত্রে আগে ওটিপি পাঠানো হতো বাংলাদেশে নিবন্ধিত মোবাইল নম্বরে, যা অনেকের জন্য জটিলতা তৈরি করত। এ সমস্যা সমাধানে এখন তাদের ই-মেইলেই পাঠানো হবে ওটিপি।

প্রবাসী করদাতাদের পরিচয় ও অবস্থান যাচাইয়ের জন্য পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা ও ছবি পাঠাতে হবে ঠিকানায়। এরপর এনবিআর আবেদনকারীর ই-মেইলে রেজিস্ট্রেশন লিংক ও ওটিপি পাঠাবে। ওই লিংকের মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন ও রিটার্ন দাখিল করতে পারবেন।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ই-রিটার্ন দাখিলের সময় কোনো কাগজপত্র বা দলিল আপলোড করতে হয় না। তবে করদাতাকে নিজ হেফাজতে সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণ করতে হবে।

২০২৫-২৬ কর বছরে এখন পর্যন্ত অনলাইনে ৮ লাখ ৫০ হাজারের বেশি আয়কর রিটার্ন দাখিল হয়েছে বলে জানায় এনবিআর।

সবশেষে প্রতিষ্ঠানটি দেশে ও বিদেশে অবস্থানরত করদাতাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের আহ্বান জানিয়েছে।