ঢাকা: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার (বিবিসিসি) মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে এই চুক্তি সই হয়।
বিজিএমইএ’র পক্ষে সভাপতি মাহমুদ হাসান খান এবং বিবিসিসি’র পক্ষে সভাপতি আলমগীর এম রহমান চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক নাফিস–উ–দৌলা ও সাবেক পরিচালক ইকবাল হামিদ কোরাইশী আদনান।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে উন্নত সহযোগিতা নিশ্চিত করতে একমত হয়েছে। এর লক্ষ্য হলো দুই দেশের উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুযোগ সৃষ্টি করা।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বিবিসিসির সঙ্গে এই চুক্তি আমাদের শিল্পের জন্য কানাডা ও উত্তর আমেরিকার বাজারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। উন্নত বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’
বিজিএমইএ জানায়, সমঝোতা স্মারকের আওতায় উভয় পক্ষ নিম্নলিখিত বিষয়ে একসঙ্গে কাজ করবে—
-
দুই প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে নিবিড় নেটওয়ার্ক ও জ্ঞান বিনিময়;
-
বাণিজ্য মেলা, প্রদর্শনী ও প্রতিনিধি দল বিনিময়;
-
কানাডা ও উত্তর আমেরিকায় বাংলাদেশের পোশাক ও টেক্সটাইল পণ্যের প্রচারণা;
-
উদ্যোক্তা ও পেশাজীবীদের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি;
-
পোশাক, টেক্সটাইল ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগ ও যৌথ উদ্যোগ উৎসাহিত করা;
-
আন্তর্জাতিক বাজার প্রবণতা, নীতি ও গবেষণা বিষয়ক তথ্য বিনিময়।
বিজিএমইএ আশা করছে, এই অংশীদারিত্ব বাংলাদেশ ও কানাডার ব্যবসায়িক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।