Tuesday 18 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্জিন ঋণ নীতিমালা স্থগিতের খবরে পুঁজিবাজারে সূচকের বড় উত্থান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২৫ ১৬:৩১

ঢাকা: গত দেড় বছর ধরে নেতিবাচক প্রবণতা বজায় থাকার পর সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন মার্জিন ঋণ রুলস প্রণয়ন করে। নীতিমালা প্রণয়নের পর বাজারের পতন আরও বেড়ে গেলে বিনিয়োগকারীরা আদালতের কাছে আবেদন করেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) আদালত নীতিমালা স্থগিতাদেশ জারির খবরে পুঁজিবাজারে বড় উত্থান ঘটে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে ৪,৮৪৭ পয়েন্টে অবস্থান করে। মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগের দিনের ৩৪৮ কোটি ৫ লাখ টাকার তুলনায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানির মধ্যে ৩১৭টির শেয়ারের দর বেড়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি ১৩ লাখ টাকার। ১৭০টি কোম্পানির মধ্যে ১৪০টির শেয়ারের দর বেড়েছে। সিএসইর সূচক সিএএসপিআই ১৫৮ পয়েন্ট বেড়ে ১৩,৫২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, মার্জিন ঋণ নীতিমালা স্থগিত হওয়া এবং বাজারে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ফিরে আসার কারণে সূচকগুলোতে এই উত্থান দেখা গেছে।