Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুলস হওয়ার আগেই পুঁজিবাজারের সমস্যার সমাধান খুঁজতে হবে: ডিএসই চেয়ারম্যান

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১২:৫৬ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৪:১৯

রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০২৫’ শীর্ষক বৈঠক।

ঢাকা: দেশের পুঁজিবাজারের সমস্যার ‘দরজা–জানালা’ খুলতে রুলস হওয়ার আগেই সমাধান খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ শীর্ষক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডিএসই চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে নানা ধরনের সমস্যা রয়েছে, যার কারণে ভালো ভালো কোম্পানিগুলো এখনো তালিকাভুক্ত হতে আগ্রহ দেখাচ্ছে না। এসব সমস্যা চিহ্নিত ও সমাধানের জন্য রুলস হওয়ার আগেই আলোচনা জরুরি।

বিজ্ঞাপন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি এস এস গোলাম সামদানী ভূইয়া, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) প্রতিনিধি ও পুঁজিবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।

মমিনুল ইসলাম বলেন, মার্কেটের পরিধি বাড়াতে ভালো ও নতুন নতুন প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আনতে হবে। কিন্তু পুঁজিবাজারে সমস্যাকালীন সময়ে দরজা–জানালা বন্ধ হয়ে যেতে দেখা যায়। নিয়ন্ত্রক সংস্থার দায়িত্বে যারা থাকেন, তাদের হাতেও অনেক সময় রুলস ছাড়া কিছু করার থাকে না। তাই সমস্যাগুলো যেন জমে না থাকে, সে জন্য রুলস হওয়ার আগেই সমাধান খোঁজা প্রয়োজন।

তিনি আরও বলেন, বাজারে ভালো কোম্পানির সংখ্যা খুবই কম। তালিকাভুক্ত ভালো কোম্পানি বাড়ানোতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে কাজ করার অনেক সুযোগ রয়েছে। তাই ভালো কোম্পানিগুলোকে বাজারে আনার উপযোগী করেই রুলস তৈরি করা দরকার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর