Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউথইস্ট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব উইন্ডসর প্রতিনিধিদলের বিশেষ বৈঠক

সারাবাংলা ডেস্ক
২৮ নভেম্বর ২০২৫ ০৯:৩৩

ঢাকা: সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) বুধবার (২৬ নভেম্বর) কানাডার ইউনিভার্সিটি অব উইন্ডসর থেকে আগত প্রতিনিধিদলের সঙ্গে একটি বিশেষ বৈঠকের আয়োজন করে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব উইন্ডসরের ভাইস প্রেসিডেন্ট (এনরোলমেন্ট ম্যানেজমেন্ট) ড. ক্রিস বুশ এবং প্রিন্সিপাল অ্যাডভাইজর (দক্ষিণ এশিয়া) নেহারিকা কাটারিয়া। এছাড়া কানাডার হাই কমিশনের বাংলাদেশস্থ ট্রেড কমিশনার কাজী গোলাম ফারহাদও উপস্থিত ছিলেন। আলোচনায় অতিথিরা সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য উইন্ডসরে সহযোগিতামূলক গবেষণা, ভিজিটিং স্কলার, স্টুডেন্ট এক্সচেঞ্জসহ বিভিন্ন একাডেমিক সুযোগ-সুবিধার বিষয়ে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

সাউথইস্ট ইউনিভার্সির পক্ষ থেকে বৈঠকে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল মো. আনোয়ারুল ইসলাম (অব.), আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একেএম মাসুম এবং স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন অধ্যাপক ড. দেওয়ান মো. ফারিদসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

আলোচনা সঞ্চালনা করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. হাসনাত এম. আলমগীর। বৈঠকের পর শিক্ষার্থীদের জন্য একটি সেমিনারও অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর