ঢাকা: শিল্প উদ্যোক্তাদের জন্য বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনুমোদন ছাড়া সরাসরি বিদেশি ঋণ নিয়ে মূলধনী পণ্য আমদানি করা যাবে। নতুন এই সুবিধায় তিন বছরের দীর্ঘমেয়াদি ঋণে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সরঞ্জাম ও জাহাজসহ বিভিন্ন মূলধনী পণ্য আমদানি সম্ভব হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বিডার বৈদেশিক ঋণ কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই শিথিলতা আনা হয়েছে। এতদিন শুধুমাত্র নতুন যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেই শিল্প উদ্যোক্তারা দীর্ঘমেয়াদি ক্রেডিট সুবিধা পেতেন। এখন এই পরিধি বাড়িয়ে সকল ধরনের মূলধনী পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে, বিডার অনুমোদন নেওয়ার দীর্ঘ প্রক্রিয়া এড়ানো যাবে। এছাড়া বিদেশি সরবরাহকারী বা ব্যাংক থেকে সরাসরি তিন বছর মেয়াদি ঋণ পাওয়া যাবে এবং কিস্তিতে মূলধনী পণ্য আমদানি করে প্রকল্প বাস্তবায়ন আরও দ্রুত করা যাবে।
ব্যবসায়ীরা বলছেন, এই শিথিলতা আমদানির জটিলতা ও সময়ক্ষেপণ অনেক কমিয়ে দেবে।
শিল্প উদ্যোক্তারা সিদ্ধান্তটিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, সময়মতো যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহ করতে পারলে উৎপাদন ব্যাহত হবে না। সেইসঙ্গে ব্যয় সাশ্রয় হবে এবং নতুন বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়ন গতিশীল হবে। এছাড়া শিল্পখাতে নতুন গতি আসবে।
সংশ্লিষ্টরা মনে করেন, এই সিদ্ধান্ত দেশের সামগ্রিক শিল্প ও উৎপাদন খাতকে আরও গতিশীল করবে। বিদেশি ঋণ ব্যবস্থায় সহজ প্রবেশাধিকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও নতুন প্রকল্পে বিনিয়োগের উৎসাহ বাড়াবে।