Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব ব্যাংকে নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

স্টাফ করেস্পন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৬ ২১:২২ | আপডেট: ৭ জানুয়ারি ২০২৬ ০৯:১৭

বাংলাদেশ ব্যাংক। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ব্যাংকিং খাতে নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং শাখা-উপশাখায় পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি ক‌রে।

সার্কুলারে বলা হয়, ব্যাংকের বিভিন্ন দফতর ও শাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত নারীবান্ধব ওয়াশরুমের প্রয়োজনীয়তা রয়েছে। বাস্তবে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ওয়াশরুমের অভাবে নারী কর্মকর্তাসহ আগত নারী সেবাগ্রহীতারা ভোগান্তির শিকার হচ্ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষাপটে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে, সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং সকল শাখা ও উপ-শাখায় নারী কর্মকর্তা-কর্মচারী ও আগত নারী সেবাগ্রহীতাদের জন্য স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ করতে হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিদ্যমান ওয়াশরুম সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতে নারীদের জন্য আরও নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ গড়ে উঠবে এবং নারী সেবাগ্রহীতাদের ভোগান্তিও কমবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর