Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্চয়পত্রে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত, আজ থেকে আগের হারে বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৬ ০৯:১৩ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১১:০০

জাতীয় সঞ্চয়পত্র।

ঢাকা: জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের বিপরীতে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত করায় আগের সুদহারে সঞ্চয়পত্র বিক্রি আজ রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে।

সরকারের সিদ্ধান্ত পরিবর্তনের কারণে গত সপ্তাহে তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলো সাময়িকভাবে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ রেখেছিল।

সংশ্লিষ্টরা জানান, আগের সুদহারে সঞ্চয়পত্র বিক্রির নির্দেশনা এরইমধ্যে ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাস (জানুয়ারি–জুন) পর্যন্ত বিনিয়োগকারীরা আগের হারেই মুনাফা পাবেন। আগামী জুন পর্যন্ত সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা এর কম বিনিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ মুনাফা ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন মুনাফা ৮ দশমিক ৭৪ শতাংশ নির্ধারিত থাকবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) সচিব আবদুর রহমান খান বলেন, ‘সুদহার কমানোর আগের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পূর্বের হার বহাল রেখে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগামী ৩০ জুন পর্যন্ত এই সুদহার কার্যকর থাকবে।’

এর আগে সঞ্চয় অধিদফতর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর সঞ্চয়পত্রের সুদহার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে, যা চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল। পরে কয়েকটি ক্ষেত্রে সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়। ফলে বিনিয়োগকারীরা আগের হারেই সুদ পাবেন।

উল্লেখ্য, সাধারণত প্রতি ছয় মাস পরপর সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করে থাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

সারাবাংলা/এসএ/এমপি
বিজ্ঞাপন

দেখা দিলেন ভিন্ন এক রবিন হুড
১১ জানুয়ারি ২০২৬ ১৭:১৩

আরো

সম্পর্কিত খবর