Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্ণ মুনাফার দাবিতে একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩৭

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আমানতকারীদের বিক্ষোভ

ঢাকা: ২০২৪ ও ২০২৫ সালের আমানতের বিপরীতে সম্পূর্ণ মুনাফা দেওয়ার দাবিতে একীভূত পাঁচটি ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করেছেন।

রোববার (২৫ জানুয়া‌রি) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, ৯ থেকে ১১ শতাংশ পর্যন্ত মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই সংশ্লিষ্ট ব্যাংকগুলো তাদের কাছ থেকে আমানত সংগ্রহ করেছিল। কিন্তু বর্তমানে লোকসানের অজুহাত দেখিয়ে সেই মুনাফা কমিয়ে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে অন্যায় ও প্রতারণামূলক।

তারা বলেন, মুদারাবা ভিত্তিক আমানতের শর্ত অনুযায়ী শরীয়াহসম্মত ব্যাংকিং ব্যবস্থায় ব্যাংকের লোকসানের দায় কোনোভাবেই আমানতকারীদের ওপর চাপানো যায় না। অথচ একীভূত এসব ব্যাংকে সেই নীতির ব্যত্যয় ঘটানো হচ্ছে।

বিজ্ঞাপন

বিক্ষোভকারীরা অবিলম্বে ২০২৪ ও ২০২৫—এই দুই বছরের জন্য ঘোষিত হারের পূর্ণ মুনাফা পরিশোধের দাবি জানান। একইসঙ্গে ব্যাংকগুলোর ঋণের নামে যারা লুটপাট চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি ও অব্যবস্থাপনার দায় আমানতকারীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণাও দেন তারা।

সারাবাংলা/এসএ/এইচআই
বিজ্ঞাপন

আরো