Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবগারি শুল্কে বৈষম্য নিরসনে এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আইবিসিএফ প্রতিনিধিদলের বৈঠক


২৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৬

এনবিআর চেয়ারম্যানের সঙ্গে আইবিসিএফ প্রতিনিধিদলের বৈঠক

ঢাকা: ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়নে প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য নিরসনের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ)।

সোমাবার (২৬ জানুয়ারি) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে আইবিসিএফ চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে ট্রেড ফ্যাসিলিটি ঋণ ও বিনিয়োগ সুবিধার ওপর আবগারি শুল্ক হিসাবায়ন সংক্রান্ত বিষয়ে প্রচলিত ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যে কাঠামোগত পার্থক্য রয়েছে, তা বিস্তারিতভাবে তুলে ধরেন আইবিসিএফ নেতারা।

বিজ্ঞাপন

এ সময় তারা বলেন, এই পার্থক্যের কারণে ইসলামিক ব্যাংকিং খাত বাস্তবে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছে।

এনবিআর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিদ্যমান আইনগত কাঠামোর মধ্যেই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

সভায় এনবিআরের পক্ষে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ছাড়াও ট্যাক্স লিগ্যাল অ্যান্ড অ্যানফোর্সমেন্ট বিভাগের সদস্য এ কে এম বদিউল আলম, সিআইসি’র ডিরেক্টর জেনারেল আহসান হাবিব এবং ভ্যাট পলিসি শাখার মো. মশিউর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইবিসিএফ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমান, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রাফাত উল্লাহ খান, আইবিসিএফের অনারারি সেক্রেটারি নুরুল ইসলাম খলিফা, স্ট্যান্ডার্ড ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং আইবিসিএফের সহকারী সচিব জাহাঙ্গীর আলম।

বৈঠক শেষে আইবিসিএফ নেতারা আশা প্রকাশ করেন, এনবিআরের ইতিবাচক উদ্যোগের ফলে আবগারি শুল্ক সংক্রান্ত এই দীর্ঘদিনের জটিলতা নিরসন হবে এবং ইসলামী ব্যাংকিং খাতে সমতাভিত্তিক ও ন্যায্য কর ব্যবস্থা নিশ্চিত হবে।

বিজ্ঞাপন

মৌ-বাক্সে মধু চাষ [ছবি]
২৬ জানুয়ারি ২০২৬ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর