যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে বিনামূল্যে চিকিৎসা সেবা
৫ জানুয়ারি ২০২০ ১৭:৫৭
ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যেগে ও অর্থায়নে সিলেটের কেওয়াছড়া চা বাগান ও এয়ারপোর্ট রোডে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম মুশাররফ হুসাইন, কানুতোষ মজুমদার ও মো. সিরাজুল ইসলাম ভরসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় ৩২৭৫ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৩২৯ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়া অভিজ্ঞ ডাক্তাররা দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেন।