Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনানী-আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়ার ওপর মতবিনিময় সভা

সারাবাংলা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ২৩:৪০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২৩:৪১

হামদর্দের প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়

ঢাকা: বাংলাদেশ ইউনানী ও আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন-২০২৫ এর খসড়া প্রস্তাবের ওপর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বোর্ডের সদস্যসহ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকার বাংলামোটরস্থ হামদর্দের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ডের জেষ্ঠ্য সদস্য, বামা’র প্রেসিডেন্ট, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বোর্ড সদস্য ডা. মিজানুর রহমান, আ খ মাহবুবুর রহমান সাকী, সালেহ মো. আব্দুর রহমান, মোতালেব মতিন, হাকীম কামরুল ইসলাম নাবাতাতী, হাকীম মোকছেদুল আলম, ড. নুর মো. ইকবাল চৌধুরী, অধ্যাপক ড. আতাউর রহমান, হাকীম মো. কামরুজ্জামান, কবিরাজ শ্যামল প্রসাদ সেনগুপ্তসহ অন্যরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বোর্ডের সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক ডা. সরদার মো. রুহুল আমিন।

বোর্ডের সদস্যের বাইরে গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের পক্ষে উপস্থিত ছিলেন ডা. আমিনুল বারী কানন, ডা. তাওহিদ আলবেরুনী, ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. সোহরাব হোসেনসহ অন্যরা। এ সময় উপস্থিত সদস্যরা বোর্ডের বিদ্যমান অর্ডিন্যান্সটি যুগোপযোগী করে আইনে রূপান্তর করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন।

সারাবাংলা/এইচআই

ইউনানী-আয়র্বেদিক চিকিৎসা শিক্ষা আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর