ঢাকা: স্বাস্থ্যখাতের সেবার মানোন্নয়নে পর্যাপ্ত বাজেটের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ-২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, “ওষুধ ব্যবস্থাপনাকে শক্তিশালীকরণে কাজ চলছে। এতে ওষুধের দাম কমানো সম্ভব হবে এবং নতুন ওষুধ উৎপাদনও সম্ভব হবে। এজন্য পর্যাপ্ত বাজেটের প্রয়োজন।”
ডিজি আরও বলেন, “এখনও সরকারি হাসপাতালের কাঙ্ক্ষিত পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা যায়নি। হাসপাতালের সীমাবদ্ধতা স্বাস্থ্যসেবা প্রদানে বাধা সৃষ্টি করছে। তাই বেসরকারি হাসপাতালের সহায়তা ও অবদান খুবই গুরুত্বপূর্ণ।”
তিনি প্রান্তিক এলাকার ডাক্তার অভাবকে স্বাস্থ্যসেবায় বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, “হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগী ও অ্যাটেনডেন্টের চাপ বেশি। উদাহরণস্বরূপ, ৫০০ শয্যার হাসপাতালে দুই হাজার রোগীর সঙ্গে তিন হাজার অ্যাটেনডেন্ট থাকলে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়ে।”
ডিজি জানান, সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজের মানোন্নয়নে কাজ চলছে। অক্টোবরের মধ্যে ২৭০০ চিকিৎসক এবং ৩০০ বিডিএস নিয়োগ দেওয়া হবে।