ঢাকা: স্বাস্থ্যের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেছেন, অক্সিজেনকে এমনভাবে সহজলভ্য করতে হবে যেন এটি ওষুধের মতো সবার জন্য সহজে পাওয়া যায়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ অক্সিজেন সামিটে প্রধান অতিথির বক্তব্যে এসিব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বর্তমানে হাসপাতালে অক্সিজেনের দাম ভিন্ন। তাই এটিকে জরুরি ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, যার দাম সরকার নির্ধারণ করবে। ন্যাশনাল অক্সিজেন সিস্টেম গড়ে তুলে সারাদেশে সরবরাহ নিশ্চিত করা হবে। এছাড়া অক্সিজেন ডিভাইসের মান নিয়ন্ত্রণ এবং দেশের মধ্যে অক্সিজেন, ভ্যাকসিন, অ্যান্টিভেনম ও অ্যান্টিরেবিস উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
ডা. সায়েদুর রহমান বলেন, ‘নাগরিকদের ক্রয়ক্ষমতার মধ্যে অক্সিজেন সরবরাহ করতে না পারলে আমাদের স্বাধীনতা অর্থহীন। যে কোনো খাতে ব্যর্থতা জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে, সেগুলো মোকাবিলার সক্ষমতা আমাদের থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘কোভিড-১৯ মহামারির সময় অক্সিজেনের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে, তবুও সরবরাহে ঘাটতি ও বৈষম্য রয়ে গেছে। বর্তমানে চিকিৎসাক্ষেত্রে চাহিদা বাড়ছে, কিন্তু সরবরাহ এখনও অপর্যাপ্ত।’
সামিটে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান, আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, পরিচালক (হাসপাতাল) অধ্যাপক ডা. এএইচএম মইনুল আহসানসহ আরও অনেকে।
আইসিডিডিআর,বি আয়োজন করে অক্সিজেন সামিট, যেখানে বাংলাদেশের অক্সিজেন চাহিদা, প্রাপ্যতা, নীতিমালা, বিনিয়োগ, উদ্ভাবন ও গবেষণার বর্তমান অবস্থা তুলে ধরা হয়। বিশ্বব্যাপী তথ্য ও সুপারিশও এতে উপস্থাপন করা হয়।