ঢাকা: যশোরের শার্শার নাভারণে ক্যানসার, প্যারালাইসিস, বাত ও দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা সভা ও স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এটির যৌথভাবে আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘ল্যাবজোন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর’স চেম্বার’।
মানবিক এই আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন- ডা. মো. বনি আমিন (সহকারী অধ্যাপক, বিশেষজ্ঞ ক্যানসার ও জেনারেল সার্জন), ডা. আহমেদ ফারুক (কনসালট্যান্ট, আকুপাংচার অ্যান্ড বায়ো এনার্জেটিক মেডিসিন, প্রাভা হেলথ) এবং পেইন ও প্যারালাইসিস বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক শিবলী নোমানী (সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, জেড এইচ শিকদার উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং চেয়ারম্যান, পিপিআরসি)।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা ঝিকরগাছা থেকে আগত ৫০০-এর বেশি বিভিন্ন বয়সী নারী ও পুরুষ অংশ নেন এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নেন।
এই কার্যক্রম সম্পর্কে ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্য সেবা রাষ্ট্রের কাছে নাগরিক হিসাবে একটি বিশেষ অধিকার। ‘আমরা নারী’ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন, যা নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গড়ে উঠেছে। আমরা দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ নারীর অধিকার, নিরাপদ খাদ্য, স্বাস্থ্য ও সচেতনতা বিষয়ে গবেষণাভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মানুষকে সচেতনতার দূত হিসেবে গড়ে তোলা এবং এই ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সুন্দর সমাজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা।’