Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৫ ১৭:৩১

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি সই।

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা গ্রামীণফোন তাদের করপোরেট গ্রাহকদের জন্য স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে একটি চুক্তি সই করেছে।

বুধবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রামীণফোন জানায়, যেসব শিল্পখাতে স্থলভিত্তিক নেটওয়ার্ক এখনও সীমিত— কিন্তু সার্বক্ষণিক সংযোগ, কম ল্যাটেন্সি ও মিশন-ক্রিটিক্যাল আপটাইম অপরিহার্য— সেগুলোকে লক্ষ্য করেই এ সেবা চালু করা হচ্ছে। এতে কোম্পানির বি-টু-বি গ্রাহকেরা দেশের দুর্গম, প্রত্যন্ত ও নেটওয়ার্ক-স্বল্প এলাকায়ও নির্বিঘ্ন উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞাপন

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহ আহমেদুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, ‘এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য বিশ্বমানের সংযোগ সুবিধা দেওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিএসসিএলের সঙ্গে সহযোগিতা সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতা। স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি বিশেষ করে দূরবর্তী জ্বালানি ক্ষেত্র, উপকূলীয় অঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনাকারী গ্রাহকদের জন্য বড় সহায়ক হবে।’

বিএসসিএলের এমডি ও সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, ‘গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। ভৌগোলিকভাবে চ্যালেঞ্জপূর্ণ এলাকাগুলোতেও নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক সংযোগ ফাইবার বিচ্ছিন্নতা, প্রাকৃতিক দুর্যোগ বা গ্রামীণ অঞ্চলে নেটওয়ার্ক বিভ্রাটের সময় একটি নির্ভরযোগ্য ব্যাকআপ লিঙ্ক হিসেবে কাজ করবে বলে জানায় গ্রামীণফোন। গ্রামীণফোনের নেটওয়ার্ক সক্ষমতা, বিএসসিএলের স্যাটেলাইট প্রযুক্তি এবং স্টারলিংকের বৈশ্বিক অবকাঠামোর সমন্বয়ে দেশের এন্টারপ্রাইজ সংযোগে নতুন মানদণ্ড তৈরি হবে— যা উদ্ভাবন, পরিচালন দক্ষতা এবং টেকসই ডিজিটাল অগ্রগতিকে সামনে এগিয়ে নেবে।

সারাবাংলা/ইএইচটি/এমপি
বিজ্ঞাপন

ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু
১৯ নভেম্বর ২০২৫ ১৭:২৪

আরো

সম্পর্কিত খবর