Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলালিংক চালু করল ওয়াই-ফাই কলিং সেবা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৭:১২

ঢাকা: দেশজুড়ে ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) কলিং সেবা চালু করেছে বাংলালিংক। এই সেবার মাধ্যমে গ্রাহকরা মোবাইল নেটওয়ার্ক ছাড়াও ওয়াই-ফাই ব্যবহার করে উন্নতমানের ভয়েস কল করতে পারবেন।

‎শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷

বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রযুক্তির মাধ্যমে বাসা, অফিস বা যে কোনো ওয়াই-ফাই সংযোগে এইচডি ভয়েস কোয়ালিটি এবং নিরবচ্ছিন্ন কলিং উপভোগ করা সম্ভব হবে। বিশেষভাবে উপকৃত হবেন নেটওয়ার্ক কভারেজ দুর্বল এলাকা যেমন উঁচু ভবন, ঘনবসতিপূর্ণ স্থাপনা এবং প্রত্যন্ত অঞ্চল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোবাইল সিগন্যাল দুর্বল হলে কল স্বয়ংক্রিয়ভাবে বিদ্যমান ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে রুট হবে। বাকি ক্ষেত্রে এটি প্রচলিত মোবাইল ভয়েস কলের মতোই কাজ করবে। এ সেবা ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা অ্যাপ ডাউনলোড বা অথেনটিকেশন প্রয়োজন হবে না। ওয়াই-ফাই ও মোবাইল নেটওয়ার্কের মধ্যে নির্বিঘ্নে কল সুইচিং সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

VoWiFi প্রযুক্তি স্থান ও অবকাঠামো নির্বিশেষে কানেক্টিভিটি গ্যাপ দূর করে স্পষ্ট ও উচ্চমান সম্পন্ন কলিং নিশ্চিত করবে। এটি রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলেও একইভাবে কার্যকর হবে। দেশের মোবাইল অপারেটর, নিয়ন্ত্রক সংস্থা, আইএসপি ও প্রযুক্তি অংশীদারদের সহযোগিতায় দেশব্যাপী এই প্রযুক্তি চালু করা হয়েছে।

বর্তমানে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কিছু হ্যান্ডসেট মডেল ও নির্বাচিত আইএসপি অংশীদারদের মাধ্যমে গ্রাহকরা এই সেবা ব্যবহার করতে পারবেন। নতুন সেবাটি বাংলালিংকের LTE নেটওয়ার্কের পরিপূরক হিসেবে ইনডোর ও প্রত্যন্ত এলাকার সংযোগ আরও শক্তিশালী করবে।

সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর