Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎উন্মোচিত হলো ১২০এক্স জুমসহ অপো রেনো১৫ সিরিজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৬ ১৩:৩১

ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচন করা হয়েছে।

‎সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কক্সবাজারে এই উন্মোচন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্ব, ইনফ্লুয়েন্সারদের অংশগ্রহণ এবং ইন্ডাস্ট্রির সেরা ক্যামেরা উদ্ভাবনের মাধ্যমে নতুন এই স্মার্টফোনটি ‘লাইভ ওয়াইড’ দর্শনকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে।

‎দিগন্তজোড়া আকাশ আর সমুদ্রের বিশালতার সামনে আয়োজিত এই অনুষ্ঠানটি মূলত রেনো১৫ সিরিজ ফাইভজির ১২০এক্স জুম সক্ষমতাকে ফুটিয়ে তুলেছে। অপো রেনো১৫ সিরিজ ফাইভজি উন্মোচন করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, কন্টেন্ট ক্রিয়েটর মুনজেরিন শহীদ, চলচ্চিত্র নির্মাতা আদনান আল রাজীব এবং কমেডিয়ান রাফসান সাবাব।

‎অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মূল আকর্ষণ হলো এর ক্যামেরা সিস্টেম, যা মূলত ‘লাইভ ওয়াইড’ স্লোগানকে বাস্তবে রূপ দিয়েছে। এতে রয়েছে ‘গোল্ডেন সেলফি অ্যাঙ্গেল’, যা ১০০ ডিগ্রি ফিল্ড অব ভিউসহ ০.৬এক্স আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা। আল্ট্রা-ওয়াইড লেন্স ছবিতে গভীরতা ও প্রাণশক্তি যোগ করে।

‎সেলফির বাইরে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেইট। এতে এআই পোর্ট্রেইট গ্লো ফিচারের মাধ্যমে যে-কোনো আলোতে মুখের ডিটেইলস আরও নিখুঁত হয়ে ওঠে। ভিডিও নির্মাতাদের রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও সুবিধা।

‎অপো রেনো১৫ ফাইভজি (১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা হোয়াইট ও টোয়াইলাইট ব্লু রঙে, মূল্য ৭৯,৯৯০ টাকা। অপো রেনো১৫ এফ ফাইভজি (৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি রম) পাওয়া যাচ্ছে অরোরা ব্লু ও টোয়াইলাইট ব্লু রঙে, মূল্য ৫৪,৯৯০ টাকা মাত্র। অপো প্যাড এসই (৬ জিবি + ১২৮ জিবি) পাওয়া যাচ্ছে ৩১,৯৯০ টাকায় এবং অপো প্যাড ৩ (৮ জিবি + ২৫৬ জিবি) পাওয়া যাচ্ছে ৫৯,৯৯০ টাকায়।

‎৩১ জানুয়ারি পর্যন্ত ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে অপো। অপো রেনো১৫ সিরিজ ফাইভজি কিনলে, ক্রেতারা নিশ্চিত উপহার হিসেবে টিডব্লিউএস ইয়ারবাডস এবং ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন পাবেন। ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা, টপ পের মাধ্যমে মাত্র ২,৮১৫ টাকা মাসিক কিস্তির সুবিধা। থাকছে ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান, ১ বছরের বর্ধিত ওয়ারেন্টি এবং মেগা লটারি অফারের মাধ্যমে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর