Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্ভড ডিসপ্লের ফাইভজি ‘নোট এজ’ নিয়ে এলো ইনফিনিক্স

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:২৫

‎ঢাকা: ‎বাংলাদেশের স্মার্টফোন বাজারে ইনফিনিক্স নোট সিরিজের নতুন স্মার্টফোন ‘নোট এজ’ নিয়ে এলো। কার্ভড ডিসপ্লে ও ফাইভজি প্রযুক্তির স্মার্টফোনটি আপার-মিড রেঞ্জ সেগমেন্টের। নোট এজে স্বল্পমেয়াদি আকর্ষণী ফিচারের পরিবর্তে দীর্ঘমেয়াদি ব্যবহারযোগ্যতা, স্থিতিশীল পারফরম্যান্স ও সফটওয়্যার সাপোর্টকে অগ্রাধিকার দেয়া হয়েছে। নিয়মিত ব্যবহারে নতুন এই স্মার্টফোনটি তিন থেকে চার বছর নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

‎‎রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিমিয়াম ও স্টাইলিশ লুক, সফটওয়্যার আপডেট এবং অধিক পারফরম্যান্স সমৃদ্ধ নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে থ্রিডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে। মাত্র ৭.২ মিলিমিটার পূরুত্বের ও হালকা ওজনের ফোনটিতে পার্লেসেন্ট ফিনিশের নকশা দিয়েছে আধুনিক ও পরিশীলিত লুক। কার্ভড ডিজাইনের কারণে দীর্ঘ সময় পড়া, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ভিডিও কল কিংবা বিনোদনের সময় ফোনটি হাতে ধরে ব্যবহার করা আরও আরামদায়ক হবে।

‎নোট এজে ব্যবহার করা হয়েছে বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্রসেসর। ব্যাটারি পারফরম্যান্সের জন্য রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি। ব্যাটারির আয়ু দীর্ঘ করতে যুক্ত করা হয়েছে ‘সেলফ-হিলিং’ প্রযুক্তি। দীর্ঘমেয়াদি সফটওয়্যার ব্যবহারের নিশ্চয়তায় রয়েছে এক্সওএস ১৬, যেখানে রয়েছে মেমোরি-অ্যাওয়ার শিডিউলিং প্রযুক্তি। পাশাপাশি তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা প্যাচ আপডেট পাওয়া যাবে এবং দেয়া হয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি।

‎ফটোগ্রাফির জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা এআই আরএডব্লিউ+ ও লাইভ ফটো মোড সমর্থন করে এবং কম আলোতেও পরিষ্কার ও প্রাণবন্ত ছবি ধারণের সক্ষমতা রয়েছে। এআই-ভিত্তিক ইমেজ প্রসেসিং ও এক-ক্লিক ফটো আউটপুট ফিচারের মাধ্যমে কনটেন্ট তৈরি আরও সহজ করা হয়েছে। ৪৫০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে ও ডুয়াল স্টেরিও স্পিকারের মাধ্যমে উজ্জ্বল দৃশ্য ও পরিষ্কার অডিও অভিজ্ঞতা।

‎ইনফিনিক্স নোট এজ সিল্ক গ্রিন ও লুনার টাইটানিয়াম রঙে পাওয়া যাবে। পাশাপাশি স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক রঙের ভ্যারিয়েন্টও থাকছে। ফোনটির মূল্য ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের জন্য ৩১ হাজার ৯৯৯ টাকা।

‎নোট এজ উন্মোচনের পাশাপাশি বাংলাদেশে নারী ফুটবলের প্রতি দীর্ঘমেয়াদি সমর্থনের উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেইন আফঈদা খন্দকার এবং খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ইনফিনিক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন। এই অংশীদারত্ব নারী ক্রীড়াবিদদের সক্ষমতা, নেতৃত্ব ও দৃঢ়তার প্রতীক হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর