Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৌশলগত অংশীদারিত্বে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:২৮

‎ঢাকা: ‎বাংলাদেশের ফটোগ্রাফারদের অনুপ্রাণিত করে তুলতে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এর ফলে সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি, যেখানে পেশাদার মেন্টরশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেশজুড়ে ফটোগ্রাফি-প্রেমীদের উৎসাহিত এবং ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের মাধ্যমে ছবি তোলাকে অনুপ্রাণিত করা হবে।

‎রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, অপো রেনো১৫ সিরিজ ফাইভজির ‘অ্যাকাডেমিক পার্টনার’ হিসেবে কাজ করবে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। পাঠশালা দেশব্যাপী যৌথভাবে ‘এভরি শট টেলস এ স্টোরি’ থিমে একটি উদ্যোগ পরিচালনা করবে। এর মাধ্যমে ফটোগ্রাফারদের মোবাইল ফটোগ্রাফির সাহায্যে গল্প খুঁজে পেতে উৎসাহিত করা হবে। অপো ও পাঠশালা দেশজুড়ে একসঙ্গে বিভিন্ন ফটোগ্রাফি ক্যাম্পেইন ও প্রতিযোগিতার আয়োজন করবে।

‎ফটোগ্রাফিতে উৎসাহীদের সৃজনশীল প্রতিভা তুলে ধরা, চারপাশের প্রকৃত গল্পগুলো ক্যামেরাবন্দি করা এবং জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভের সুযোগ থাকবে। নির্বাচিত অংশগ্রহণকারী ও বিজয়ীরা পাঠশালার অভিজ্ঞ শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ, পেশাদার মূল্যায়ন ও সার্টিফিকেট পাবেন। পাশাপাাশি দেশের বিভিন্ন অঞ্চলে নানাধরণের ফটোগ্রাফি ওয়ার্কশপ বা কর্মশালা পরিচালনা করা হবে।

‎এই উদ্যোগটি উদ্ভাবন, সৃজনশীলতা ও তরুণদের ক্ষমতায়নের প্রতি অপোর দীর্ঘস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন। অপো রেনো১৫ সিরিজ ফাইভজির মাধ্যমে মোবাইল ফটোগ্রাফির সীমানাকে আরও প্রসারিত করা হবে। পাঠশালার সঙ্গে এই অংশীদারিত্ব ইমেজিং প্রযুক্তির সঙ্গে অ্যাকাডেমিক এক্সিলেন্সের সমন্বয় ঘটানোর সুযোগ করে দেয়া হবে, যা তরুণ নির্মাতাদের প্রতিটি ফ্রেমের মাধ্যমে অর্থবহ গল্প বলতে আরও সক্ষম করে তুলবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর