ঢাকা: রেডমি প্যাড ২ প্রো নামে দেশের বাজারে নতুন দুটি ভার্সনের ট্যাব নিয়ে এলো শাওমি। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি-তে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকছে। বিশাল আকারের ডিসপ্লে ছাড়াও চমৎকার ডিজাইনের প্যাডটির অন্যতম আকর্ষণ এর লং লাস্টিং ব্যাটারি ও ক্রিস্টাল ক্লিয়ার ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম।
রোববার (২৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, রেডমি প্যাড ২ প্রো এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনের প্যাডটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের সঙ্গে রয়েছে ১২ দশমিক ১ ইঞ্চি ২.৫ কে ক্রিস্টাল-ক্লিয়ার ডিসপ্লে। টিইউভি রেইনল্যান্ড- এর লো ব্লু লাইট, ফ্লিকার ফ্রি ও সার্কাডিয়ান ফ্রেন্ডলি সনদ পাওয়া ডিভাইসটির অত্যাধুনিক প্রযুক্তির ডিসপ্লে দেবে চোখের বাড়তি সুরক্ষা। ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাড দীর্ঘসময় বিরতিহীনভাবে ব্যবহার করা যায়। ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকছে যা ভ্রমণে প্যাডটি পাওয়ারব্যাংক হিসেবে ভীষণ কার্যকর।
প্যাডটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে চতুর্থ জেনারেশনের স্ন্যাপড্রাগন সেভেন-এস। রেডমি প্যাড ২ প্রো ফাইভজি ভার্সনটিতে আছে ফিজিক্যাল এবং ই-সিম ব্যবহার করার সুবিধা। কোয়াড স্পিকার থাকায় প্যাডটি চারদিক থেকে ছড়িয়ে পড়া সাউন্ডকে করে তোলে অত্যন্ত বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া ভিডিও কলে কথা বলতে কিংবা সিনেমা দেখতেও ডিভাইসটি দারুণ স্বাচ্ছন্দ্যময়।
গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজ সহ ৮ জিবি র্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এর মূল্য ৩৭ হাজার ৯৯৯ টাকা এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য ৪৪ হাজার ৯৯৯ টাকা।
রেডমি প্যাড২ প্রো’র দুটি ভার্সন নিয়ে এলো শাওমি
স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩৫
২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩১ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬ ২২:৩৫
সারাবাংলা/এনএল/এসএস