Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসসিএল’র স্টারলিংক সেবার পার্টনার হলো বি-ট্র্যাক সলিউশন্স

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২২:৫০ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৫৯

বিএসসিএল’র স্টারলিংক সেবার পার্টনার হলো বি-ট্র্যাক সলিউশন্স।

ঢাকা: ‎বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সলিউশন্স লিমিটেডকে বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক বিপণনের অনুমোদিত পার্টনার ও সেলস অ্যাজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে। বি-ট্র্যাক সলিউশন্স বিএসসিএল’র সঙ্গে কাজ করে দেশজুড়ে বিশেষ করে উদ্যোক্তা ও কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন ও অপারেশন পরিচালনা করবে।

‎সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় বিএসসিএল-এর প্রধান কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি সই হয়েছে। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সরোয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, গ্রুপ সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম, বি-ট্র্যাক সলিউশন্সের সিইও এম তানভীর সিদ্দিক, প্রকল্প বিভাগের প্রধান সাফায়েত আবদুল্লাহ, স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার গোলাম মুস্তফা আহাদ এবং সিনিয়র অ্যাক্সিকিউটিভ মুশবিয়া শুকরানা মাহে।

বিজ্ঞাপন

‎ড. ইমাদুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশের ডিজিটাল সংযোগ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্টারলিংকের মতো উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী ও কম পরিষেবাযুক্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে সহায়তা করবে। বি-ট্র্যাক সলিউশন্সের অভিজ্ঞতা ও নেটওয়ার্কের সঙ্গে আমাদের সংযুক্তি এই সেবার গ্রাহকসেবাকে আরও শক্তিশালী করবে।’

‎মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান বলেন, ‘এই অংশীদারিত্ব আমাদের দেশে স্টারলিংক সেবা পৌঁছানোর যাত্রাকে ত্বরান্বিত করবে। আমরা শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে উন্নত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব এবং প্রতিটি গ্রাহকের কাছে প্রযুক্তিগত সহায়তা ও দ্রুত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‎স্টারলিংক যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা বাংলাদেশে ২০২৫ সালের ২০ মে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে। তারপর থেকেই দেশে দ্রুতগতির, নিম্ন-ল্যাটেন্সি স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা দিচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর