পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসী হামলার পর সাঁড়াশি অভিযান চালিয়ে অন্তত ৩০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে সেনা-পুলিশের যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবিভাগীয় জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
বিবৃতিতে বলা হয়, ৮ অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে টিটিপির হামলার পরদিন গোপন তথ্যের ভিত্তিতে বড় ধরনের অভিযান চালানো হয়। ‘সন্ত্রাসবাদের শেকড় উপড়ে ফেলতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ’ বলেও জানায় আইএসপিআর।
ওই হামলায় দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক ও মেজর তায়াব রাহাতসহ ৯ সৈনিক নিহত হন। সেনাসূত্র জানায়, অভিযানের পর ফেরার পথে ওরাকজাই-কুররম সড়কে সেনা বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালায় টিটিপি সদস্যরা। এতে দুটি গাড়ি ধ্বংস হয়।
এদিকে, ৯ অক্টোবর ওরাকজাইয়ের পাশাপাশি ডেরা ইসমাইল খান জেলাতেও অভিযানে আরও আট সন্ত্রাসী নিহত হয়েছে।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে। ইসলামাবাদভিত্তিক সিআরএসএস-এর তথ্যানুযায়ী, চলতি বছরের জুন থেকে আগস্ট পর্যন্ত পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়েছে ৪৬ শতাংশ। এই সময়ে ৩২৯টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯০১ জন।