Saturday 11 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোতে টানা ভারী বৃষ্টিতে ২৩ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘরবাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৫ ১২:৫২ | আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৫:০৬

মেক্সিকোতে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘরবাড়ি। ছবি: এএফপি

মেক্সিকোতে টানা এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, দেশের ৩১টি রাজ্যেই ভারী বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো হলো পূর্বাঞ্চলের ভেরাক্রুজ, মধ্যাঞ্চলের কেরেতারো ও হিদালগো এবং উত্তর-কেন্দ্রীয় রাজ্য সান লুইস পোতসি। খবর এএফপির।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে হিদালগো রাজ্যে। সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং অন্তত এক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুয়েবলা রাজ্যে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে এবং সেখানে ১১ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ভেরাক্রুজে এক শিশুর মৃত্যু ও কেরেতারোতে এক পুলিশ কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

জাতীয় বেসামরিক প্রতিরক্ষা সমন্বয়ক লাউরা ভেলাজকেজ বলেন, বৃষ্টির কারণে ভূমিধস, নদীর পানি উপচে পড়া ও সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “আমরা জনগণকে সহায়তা, সড়ক পুনরায় খুলে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের কাজ করছি।”

সরকার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার সেনা সদস্য, উদ্ধার সরঞ্জাম ও যানবাহন সেখানে পাঠানো হয়েছে। গৃহহীন মানুষের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র।

চলতি বছরে মেক্সিকোতে অস্বাভাবিক বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাজধানী মেক্সিকো সিটিতেও এ বছর রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে।

এদিকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে এগিয়ে আসা গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘রেমন্ড’-এর প্রভাবেও দেশটিতে ভারী বৃষ্টি হচ্ছে। এই ঝড়ের প্রভাবে চিয়াপাস, গুয়েরেরো, ওয়াহাকা ও মিচোয়াকান রাজ্যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন কেন্দ্র জানিয়েছে, আগামী সপ্তাহে ঝড়টি দক্ষিণ বাজা ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানতে পারে।

সারাবাংলা/এমপি

বন্যা ভারী বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর