Monday 19 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ০৯:৫২ | আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১১:৩৩

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শনিবার রাতে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইনায়াতুল্লাহ খোরেজমি জানান, পাকিস্তানি বাহিনীর বারবার সীমান্ত লঙ্ঘন ও আফগান ভূখণ্ডে বিমান হামলার জবাবে তালেবান বাহিনী সফল পালটা অভিযান চালিয়েছে।

অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এ হামলাকে অকারণ আখ্যা দিয়ে বলেন, ‘প্রতিটি ইটের জবাব আমরা পাথর দিয়ে দেব।’

রেডিও পাকিস্তান জানায়, আফগান বাহিনী সীমান্তের অন্তত ছয়টি স্থানে হামলা চালালে পাকিস্তান সেনারা জোরালো পালটা হামলা চালায়। তবে সংঘর্ষ শেষ হয়েছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞাপন

ইসলামাবাদের অভিযোগ, আফগান তালেবান সরকার পাকিস্তানি তালেবান যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। তবে কাবুল প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করেছে।

ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে ইরান, কাতার ও সৌদি আরব উভয় দেশকে সংযম প্রদর্শন ও সংলাপের পথে ফেরার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সীমান্তে এই সংঘর্ষ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

এক বাটি পপকর্ন আর এক গাল হাসি
১৯ জানুয়ারি ২০২৬ ১৭:৩৯

আরো

সম্পর্কিত খবর