পাকিস্তানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে রাজধানী ইসলামাবাদ, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মীরসহ বেশ কিছু এলাকা।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভূমিকম্প অনুভূত হলে আতঙ্কে লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে পরে কোনো বড় আফটার শক বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্প্রতি দেশটিতে বারবার ভূমিকম্পের ঘটনা ঘটছে। চার দিন আগেও পাকিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যা খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও আশপাশের অঞ্চলে অনুভূত হয়েছিল। আফগানিস্তানে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষের প্রাণহানির পর থেকে সীমান্তবর্তী পাকিস্তানেও আতঙ্ক বিরাজ করছে।
জিও নিউজ জানিয়েছে, মঙ্গলবার রাতের ভূমিকম্পে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, আপার দির, মালাকান্ড, বাজাউর, চিত্রাল, মুরি, সামাহনি, ভিমবেরসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
পাকিস্তান আবহাওয়া দফতরের (পিএমডি) অধীন সংস্থা ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩৪ কিলোমিটার গভীরে। হিমালয় পর্বতমালার এই অংশ আফগানিস্তানে প্রবেশ করে হিন্দুকুশ পর্বতমালা নামে পরিচিত।
এর আগে সেপ্টেম্বরে আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে ২,২০০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হন। ওই ভূমিকম্পের পরবর্তী দিনগুলোতে পাকিস্তানের ইসলামাবাদ, পেশোয়ার, চিত্রাল, মুরি ও আশপাশের এলাকায়ও কম্পন অনুভূত হয়েছিল।
চলতি বছরের জুনে করাচিতে এক মাসে ৫৭টিরও বেশি মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার জানান, কয়েক দশক পর লান্দি ফল্ট লাইন পুনরায় সক্রিয় হওয়ায় এসব ভূমিকম্প ঘটছে।