Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৪০ আফ্রিকান অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫ ১০:৪৮ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৩:০৫

তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অন্তত ৪০ জন আফ্রিকান অভিবাসী নিহত হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৩০ জনকে।

বুধবার (২২ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

উপকূলীয় শহর আল-মাহদিয়ার প্রসিকিউটর দপ্তরের মুখপাত্র ওয়ালিদ ছতাবরি জানান, ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৭০ জন যাত্রী ছিলেন। মৃতরা সবাই সাব-সাহারান আফ্রিকার নাগরিক, যাদের মধ্যে শিশুও ছিল।

তিউনিসিয়া বর্তমানে ইউরোপে পাড়ি জমানোর অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। অনেক অভিবাসী বিপজ্জনকভাবে সমুদ্রপথে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার অভিবাসী তিউনিসিয়া থেকে ইতালিতে পৌঁছেছেন। যদিও ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করা চুক্তিতে এই অভিবাসন রোধের প্রতিশ্রুতি ছিল।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ৩২ হাজার ৮০০ জনের বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন— যা এটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী অভিবাসন রুটে পরিণত করেছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর