Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামদানিকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মান’ দেখাতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৬ নভেম্বর ২০২৫ ১১:১১ | আপডেট: ৬ নভেম্বর ২০২৫ ১২:১৯

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে সহায়তা করতে প্রস্তুত। তবে সতর্ক করে দিয়েছেন, সফল হতে হলে মামদানিকে ওয়াশিংটনের প্রতি ‘সম্মানজনক আচরণ’ করতে হবে। খবর আল–জাজিরার।

স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ইতিহাস গড়ে প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। দায়িত্ব গ্রহণের প্রস্তুতিতে দলের সদস্যদের নাম ঘোষণা করার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

মামদানি তার বিজয়ী ভাষণে ট্রাম্পের বিরোধিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জবাবে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওয়াশিংটনের প্রতি তাকে কিছুটা শ্রদ্ধাশীল হতে হবে, নইলে সফল হওয়ার সুযোগ থাকবে না।’

বিজ্ঞাপন

যদিও ট্রাম্প বলেন, ‘আমি চাই শহরটা সফল হোক,’ পরে তিনি স্পষ্ট করে দেন, তাঁর ইচ্ছা নিউইয়র্ক শহর সফল হোক, মামদানি নয়।

এরপর বুধবার (৫ নভেম্বর) মায়ামির এক ভাষণে ট্রাম্প বলেন, তার প্রশাসন নতুন মেয়রকে ‘সাহায্য করবে’। তবে একই সঙ্গে মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দেন।

তিনি বলেন, ‘কমিউনিস্ট, মার্কসবাদী আর গ্লোবালিস্টরা সুযোগ পেলে শুধু বিপর্যয় আনে। এবার দেখা যাক, নিউইয়র্কে এক কমিউনিস্ট কেমন করে।’

নির্বাচনের আগেও ট্রাম্প মামদানিকে ‘উন্মাদ কমিউনিস্ট’ বলে অভিহিত করেছিলেন এবং সতর্ক করেছিলেন, তিনি জিতলে শহরের ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে।

অন্যদিকে মামদানি জানান, তিনি কমিউনিস্ট নন, বরং একজন গণতান্ত্রিক সমাজতন্ত্রী। তাঁর নির্বাচনী ইশতেহারে ছিল বিনা মূল্যে শিশু যত্ন, ফ্রি বাস সার্ভিস ও সরকারি পরিচালিত মুদি দোকান চালুর প্রতিশ্রুতি।

প্রায় ৮৫ লাখ মানুষের শহর নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মামদানি। তাঁর এই বিজয়কে যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতে প্রগতিশীল ধারার অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিজয়ী ভাষণে ট্রাম্পকে উদ্দেশ করে মামদানি বলেন, ‘ভলিউমটা বাড়িয়ে দিন।’ পরদিন তিনি জানান, ট্রাম্পের বিরোধিতা অব্যাহত থাকবে, তবে সংলাপের পথ খোলা থাকবে।