চলতি বছরের মে মাসে পাকিস্তান-ভারতের সামরিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মন্তব্য করেছেন। এবার তিনি দাবি করেছেন, ওই সংঘাতে মোট আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন।
তবে আগে তিনি সাতটি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার কথা বলেছিলেন। ট্রাম্পের দাবি, তার হুমকির কারণে দুই দেশ অবশেষে শান্তি করতে রাজি হয়েছিল।
বুধবার (৫ নভেম্বর) রাতে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘আট মাসে আমি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি— এর মধ্যে কসোভো-সার্বিয়া, কঙ্গো-রুয়ান্ডা এবং পাকিস্তান-ভারতের সংঘাতও ছিল। তখন দুই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির প্রক্রিয়ায় ছিলাম, কিন্তু একদিন দেখি— ওরা যুদ্ধের পথে। সাতটি বিমান ধ্বংস, অষ্টমটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।’
তিনি আরও বলেন, ‘আমি দুই দেশকে বলেছিলাম, যুদ্ধ করলে কোনো বাণিজ্য চুক্তি হবে না। একদিনের মধ্যে তারা শান্তি স্থাপনে রাজি হলো। তারপরই বাণিজ্য শুরু হলো।’
ট্রাম্পের এই দাবি সব সময়ই ভারতের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। নয়াদিল্লির মতে, সংঘাতের সময় যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু তা যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে নয়। মে মাসের চারদিনব্যাপী সংঘাতে উভয় দেশই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, গোলাবর্ষণ ও ড্রোন ব্যবহার করেছিল, যার ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
পাকিস্তান দাবি করেছিল, তারা ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে একটি ফ্রান্সের তৈরি রাফাল ফাইটার জেট। ভারত কিছু ক্ষয়ক্ষতি স্বীকার করলেও ছয়টি বিমান হারানোর বিষয়টি অস্বীকার করেছে।