সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০২৬ সালে পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ হতে পারে শুক্রবার (২০ মার্চ)।
আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে ওই দিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হতে পারে। হিসাব অনুযায়ী, রোজা পালন শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং চলতে পারে ৩০ দিন।
যদি রোজা ৩০ দিন পূর্ণ হয়, যেমনটি ধারণা করা হচ্ছে, তবে আরব আমিরাতের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ঈদের ছুটিতে রমজানের ৩০তম দিনও যুক্ত হবে। এতে দেশটির বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন—১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার)। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে আবার অফিস শুরু হবে।
পবিত্র ঈদুল ফিতর ইসলামিক বর্ষপঞ্জির অন্যতম বড় উৎসব। এই দিনটি শুরু হয় ঈদের নামাজ দিয়ে। এরপর পরিবার–পরিজনদের সঙ্গে সময় কাটানো, দান–খয়রাত করা এবং নানা সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে।
আল জারওয়ান বলেন, যদি পর্যবেক্ষণ ও জ্যোতির্বিদদের হিসাব মিলে যায়, তবে প্রথম শাওয়াল অর্থাৎ ঈদুল ফিতরের দিন হবে শুক্রবার, ২০ মার্চ ২০২৬। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে, নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়ে।