Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫.৩ মাত্রার ভূমিকম্পে এবার কেঁপে উঠল মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৫ ১৩:২০

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: মিয়ানমার (বার্মা) ও থাইল্যান্ডের সীমান্ত এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে এটি অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের দাওয়ে এলাকা, যা বাংলাদেশ থেকে প্রায় ২৬৭ কিলোমিটার দূরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এই তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় জরুরি সেবা ও প্রশাসন সতর্ক অবস্থায় আছে।

গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যাতে অন্তত ১০ জন প্রাণ হারান। এর পরদিন (শনিবার) আরও তিনবার মৃদু কম্পন অনুভূত হয়।

বিজ্ঞাপন

ভারতের ভূকম্পনবিদ্যা সংস্থা (এনসিএস) জানায়, মিয়ানমারেও শনিবার তিনটি কম্পন হয়। সকাল ৬টা ৪১ ও ৭টা ১৯ মিনিটে যথাক্রমে ৩ দশমিক ৫ ও ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। রাত ১১ টা ১ মিনিটে আরও একটি ৩ দশমিক ৪ মাত্রার কম্পন হয়। তবে এগুলোতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর