খ্রিষ্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র করে আলোয় সেজেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। রঙিন আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি আর উৎসবমুখর পরিবেশে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে আলোঝলমলে এই শহর। বড়দিন উপলক্ষে নানা আয়োজন চলবে আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত।
প্যারিসের ঐতিহাসিক ও জনপ্রিয় শঁজলিজে অ্যাভিনিউ এবারও বড়দিন উৎসবের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। পুরো অ্যাভিনিউজুড়ে স্থাপন করা হয়েছে চার শতাধিক ক্রিসমাস ট্রি। হাজার হাজার এলইডি লাইটে সাজানো এসব গাছ আলোকিত করে তুলেছে পুরো এলাকা। সন্ধ্যা নামতেই পথচারী ও পর্যটকদের পদচারণায় জমে ওঠে এই বিখ্যাত সড়ক।
উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশিত ক্রিসমাস থিম সং বা ক্যারল—শেষে শুরু হয় ক্ষণগণনা। ঠিক সেই মুহূর্তে একসঙ্গে জ্বলে ওঠে আলোকসজ্জা। চোখধাঁধানো সেই আলোয় আরও উজ্জ্বল হয়ে ওঠে রাতের প্যারিস। মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে ভিড় করেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ।
শহরের নানা স্থানে স্থাপিত বিশাল আকৃতির ক্রিসমাস ট্রি এখন উৎসবপ্রেমীদের বড় আকর্ষণ। প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এগুলোর সামনে ভিড় জমাচ্ছেন, ছবি তুলছেন, উপভোগ করছেন উৎসবের আবহ।
২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে প্রতিবছরই প্যারিসে বড়দিনের প্রস্তুতি হয় জাঁকজমকপূর্ণভাবে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আলোকসজ্জার এই উৎসব ইতোমধ্যেই প্যারিসের শীতকে উষ্ণ করে তুলেছে।