Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তর জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫ ১০:৩৫ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৩:১৩

উত্তর জাপানের উপকূলে ৬.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির আবহাওয়া বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে।

এর কয়েক দিন আগে একই অঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হন।

জাপানের আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৬.৫ বলে জানিয়েছিল, পরে সংশোধন করে ৬.৭ মাত্রা নিশ্চিত করা হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় জাপানে নিয়মিত ভূমিকম্প হয়ে থাকে।
২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে স্মরণীয় হয়। এতে ২২ হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর