ইরানে চলমান সরকারবিরোধী গণবিক্ষোভ নিয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। আন্দোলনের ১৪তম দিনে শনিবার (১০ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের জনগণ ‘স্বাধীনতা’ চাইছে এবং সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত।
ট্রাম্প লিখেছেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে—সম্ভবত ইতিহাসে এর আগে কখনো তারা এমন স্বাধীনতা চায়নি। যুক্তরাষ্ট্র সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরানে টানা দুই সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ নতুন করে গতি পাচ্ছে এবং দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
টানা দুই রাত তুলনামূলক স্থবিরতার পর শনিবার রাত থেকে আবারও রাজপথে নামতে শুরু করেছেন ইরানের বিক্ষোভকারীরা। লন্ডনভিত্তিক ইরান সরকারবিরোধী সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালে প্রকাশিত ভিডিওতে রাজধানী তেহরানসহ একাধিক এলাকায় নতুন করে জমায়েতের চিত্র দেখা গেছে।
ভিডিওতে দেখা যায়, তেহরানের হেরাভি এলাকায় কয়েকশ মানুষ একত্রিত হয়েছেন। একই সঙ্গে শহরের পূর্বাঞ্চলীয় চিতগার এলাকাতেও বিক্ষোভকারীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সেখানে বিক্ষোভকারীরা ক্ষমতাচ্যুত ও নির্বাসিত শাহ শাসনব্যবস্থার বিরুদ্ধেও স্লোগান দেন। পাশাপাশি মধ্যপ্রাচ্য নীতির সমালোচনায় ‘গাজা নয়, লেবানন নয়—আমার জীবন ইরানের জন্য’—এমন স্লোগানও শোনা যায়।
বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্পের এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে। যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন যেমন বিক্ষোভকারীদের মনোবল বাড়াতে পারে, তেমনি তেহরানের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনাকেও আরও তীব্র করতে পারে।